Please wait...
  • +880 1814803406
  • +880 1814803406
নোটিশ
হিতৈষী সদস্যার বক্তব্য

হিতৈষী সদস্যার বক্তব্য

হিতৈষী সদস্যার বক্তব্য

ঢাকার অদূরে চট্টগ্রাম বিভাগের প্রবেশ দ্বারে দাউদকান্দি উপজেলার অবস্থান। এ উপজেলার সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে জুরানপুর কমপ্লেক্স। নানা প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এ কমপ্লেক্সটি গ্রামরে ভিতর স্বপ্নের শহরের আদলে গঠিত। পর্যটকদের দৃষ্টি আকার্ষণে এ কমপ্লেক্সের জুড়ি নেই। পাখির কলকাকলি আর কিশোর কিশোরি ছাত্র-ছাত্রীদের কোলাহলে মুখরিত এক মনোরম পরিবেশ, যা সকল পরিব্রাজককে অতি সহজেই মুগ্ধ করে। এ কমপ্লেক্সের আরো একটি সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে জুরানপুর আদর্শ কলেজ। গ্রাম অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৯৩ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হয়েছে। ৪০০ ছাত্র-ছাত্রদের আবাসিক সুবিধা সংবলিত ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠিত এ কলেজটি সম্পূর্ণ রাজনীতি ও ধুমপান মুক্ত। এখানকার আবাসিক হাউসগুলোতে তাদেরকে মাতৃ ও পিতৃ স্নেহে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। আমি ধন্যবাদ জানাই কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দকে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় কলেজটি এ পর্যায়ে উন্নীত হয়েছে। সর্ব শক্তিমান আল্লাহ আমাদের সকলকেই কল্যাণময় জীবন দান করুন। আল্লাহ হাফেজ। মাহমুদা ভূইয়া হিতৈষী সদস্যা জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ